ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাতক্ষীরায় বজ্রপাতে চারজনের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
সাতক্ষীরায় বজ্রপাতে চারজনের মৃত্যু  ফাইল ফটো

সাতক্ষীরা: সাতক্ষীরায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এসময় বজ্রাহত হয়েছেন অন্তত আটজন। 

সোমবার (২৫ জুন) দুপুরে সাতক্ষীরা সদর ও শ্যামনগর উপজেলার বিভিন্ন এলাকায় বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- সদর উপজেলার বৈকারী গ্রামের আব্দুস সালামে ছেলে সাজু হোসেন (২৫), ভোমরা ইউনিয়নের তেঘরিয়া গ্রামের আবুল খায়ের (৩০), শ্যামনগরের গুমনতলী গ্রামের শ্রীকান্ত দাশের স্ত্রী জোছসা মণ্ডল (৩৫) ও মুজিদ মোল্লার স্ত্রী জিন্নাতুন্নেছা (৩২)।

বৈকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুজ্জামান অসলে জানান, দুপুরে মৎস্য ঘেরের কাজ শেষে তিন-চারজন কর্মচারী নিয়ে বাড়ি ফিরছিলেন সাজু। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে বজ্রাহত হন তার দুই কর্মচারী।  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মান্নান আলী জানান, উপজেলার গুমনতলী মৎস্য সেটে কাজ করার সময় বজ্রপাতে দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। এসময় বজ্রাহত হন ছয়জন। তাদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।