ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শেরপুরে ৬ জেএমবির কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
শেরপুরে ৬ জেএমবির কারাদণ্ড সাজাপ্রাপ্ত জেএমবি সদস্যরা

শেরপুর: শেরপুরে সন্ত্রাস দমন আইনে এক চাঞ্চল্যকর মামলায় ছয় জেএমবি সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৫ জুন) দুপুরে শেরপুরের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) এমএ নূর জনাকীর্ণ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্তদের মধ্যে শহরের ঢাকলহাটী মহল্লার নাজমুস শাহাদাত রানা (২৮) ও পূর্বশেরীর মনিরুজ্জামান মানিক ওরফে কাওসারকে (২৮) ১৩ বছর করে সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া মামলার অপর চার আসামি শহরের নওহাটা মহল্লার মারুফ হোসেন রনি (৩১), বাগরাকসা মহল্লার আমির হামজা খলিল (৩২), নালিতাবাড়ীর নাকশী গ্রামের তানভীর (৩২) ও জামালপুরের রানাগঞ্জ গ্রামের সোয়েবকে (৩৩) সাড়ে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অরুণ কুমার সিংহ রায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ওই রায়ে রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট অরুণ কুমার সিংহ রায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ বাদল ও অ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান রায়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুতই উচ্চ আদালতে আপিল দায়ের করবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।