ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শ্রীপুরে পাগলা কুকুরের কামড়ে ৪ শিশুসহ আহত ১০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
শ্রীপুরে পাগলা কুকুরের কামড়ে ৪ শিশুসহ আহত ১০  হাসপাতালে ভর্তি আহত শিশুরা। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নে পাগলা কুকুরের কামড়ে গত দুইদিনে চার শিশুসহ ১০ জন আহত হয়েছেন। 

রোববার (২৪ জুন) থেকে সোমবার (২৫ জুন) সকাল পর্যন্ত ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার থেকে সোমবার সকাল পর্যন্ত ওই গ্রামে পাগলা কুকুরের কামড়ে চার শিশুসহ ১০ জন আহত হন।

আহতদের মধ্যে গুরুতর জখম অবস্থায় তিন শিশুকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ও একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা ২৫০ শয্য হাসপাতালের চিকিৎসক রাজিয়া সুলতানা বাংলানিউজকে বলেন, কুকুরে কামড়ে আক্রান্তদের মধ্যে গুরুতর জখম তিন শিশুকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।