ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
কক্সবাজারে গৃহবধূর মরদেহ উদ্ধার

কক্সবাজার: কক্সবাজার শহরে শান্তা আকতার ওরফে মাহমুদা (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ জুন) দুপুরে ১২টার দিকে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বৈদ্যঘোনার আলি হোসেন বৈদ্যর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শান্তা কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউপির এক নম্বর ওয়ার্ডের পূর্ব জাফরাবাদ গ্রামের নাজিম উদ্দিনের মেয়ে।

বাড়িওয়ালার ছেলে বাবলু বাংলানিউজকে বলেন, রমজান মাসে শান্তা ও শরিফ উদ্দিন দম্পত্তি তাদের ভাড়া বাসায় ওঠেন। রোববার (২৪ জুন) সন্ধ্যায় তাদের দু’জনের মধ্যে ঝগড়া হয়। পরে আমার মা ও প্রতিবেশীরা গিয়ে তাদের শান্ত করেন। সোমবার সকালে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে এক ভাড়াটিয়া বিষয়টি আমার মাকে জানান।

তিনি আরো বলেন, অনেক ডাকাডাকির পর তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মৃতের স্বামী শরিফ পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য আশপাশের চার নারীকে থানায় আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
টিটি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad