ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

না.গঞ্জে আন্দোলনকারী শ্রমিকদের মারধর, গার্মেন্টস বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
না.গঞ্জে আন্দোলনকারী শ্রমিকদের মারধর, গার্মেন্টস বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় গার্মেন্টস প্রতিষ্ঠান সাকুরায় বেতন ভাতাসহ নানা দাবিতে আন্দোলন করা শ্রমিকদের মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। পরে পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও গার্মেন্টস মালিকরা সাকুরা গার্মেন্টস বন্ধ ঘোষণা করেন।

সোমবার (২৫ জুন) সকালে শ্রমিকরা কাজে যোগ দিলে সাকুরা গার্মেন্টসের মালিকপক্ষের সন্ত্রাসীরা রোববার (২৪ জুন) সময়মতো বেতন ভাতাসহ নানা দাবিতে আন্দোলন করা শ্রমিকদের খুঁজে বের করে মারধর করতে থাকেন। এসময় ছয়জনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন।

পরে ফতুল্লা থানা পুলিশ ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেন এবং মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে আলোচনায় বসার আশ্বাস দেন। যতক্ষণ পর্যন্ত সবার সঙ্গে বসে আলোচনা করা না হয় ততক্ষণ পর্যন্ত গার্মেন্টসটি বন্ধ থাকবে বলে জানানো হয়।

এসময় সেখানে বিকেএমইএ’র সহ সভাপতি হাতেম, অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিনসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন জানান, শ্রমিকরা মারধরের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ করছিল। তাদের বুঝিয়ে সরানো হয়েছে।

আহত শ্রমিকদের শহরের খানপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন-সজীব, রিনা বেগম, সাবিনা, মাসুদা, খোকন মণ্ডল ও হনুফা বেগম।

খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাহমিনা নাজনীন বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে সজীবের অবস্থা গুরুতর ছিল। তার মাথায় ১৫টি সেলাই লেগেছে। এছাড়াও বাকি পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।    

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।