ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত ১ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
গোবিন্দগঞ্জে বাস উল্টে নিহত ১ 

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নাদের পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে আব্দুল মালেক রনি নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। 

সোমবার (২৫ জুন) ভোরে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার ছোলেয়মান মিয়ার ছেলে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান বাংলানিউজকে জানান, রাত সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী নাদের পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-রংপুর মহসড়কের কালিতলা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।  

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তা থেকে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ সময় ০৯১০ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।