ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নির্বাচনী দায়িত্ব পালনে এসে মানবেতর জীবনযাপন পুলিশের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
নির্বাচনী দায়িত্ব পালনে এসে মানবেতর জীবনযাপন পুলিশের গাজীপুরে এভাবেই থাকতে হচ্ছে পুলিশ সদস্যদের। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠ ও সম্পূর্ণ করতে দেশের বিভিন্ন জেলা থেকে গাজীপুরে এসে মানবেতর জীবনযাপন করছেন শতশত পুলিশ সদস্য। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ২৬ জুন সোমবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালন করতে এসেছেন দেশের বিভিন্ন জেলায় কর্মরত শতশত পুলিশ সদস্য। তবে থাকার জায়গা না থাকায় গাজীপুর সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে বঙ্গতাজ অডিটোরিয়ামের ফ্লোরে বসবাস করছেন তারা।

ফ্লোরের মধ্যে বিছানা পেতে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।  

টাঙ্গাইল জেলা পুলিশের সদস্য আনসারুল ইসলাম জানান, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালন করতে এখানে এসেছি। এখানে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে বঙ্গতাজ অডিটোরিয়ামে দ্বিতীয় তলায় ফ্লোরে অবস্থান নিয়েছি। দায়িত্ব পালন করতে এসে এভাবে জীবনযাপন করছি। তবে এ কষ্ট কিছুই না, ঠিকমতো দায়িত্ব পালন করাটা বেশি জরুরি। দীর্ঘ দিন ধরে পুলিশে চাকরী করছি এসব কষ্ট সয়ে গেছে।

পুলিশের আরেক সদস্য আজিম মিয়া জানান, মানুষের সেবা করতে পুলিশের চাকরি নিয়েছি। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্ব পালন করতে কয়েক দিনের জন্য গাজীপুর আসতে হয়েছে। অনেকেই এভাবে একসঙ্গে ফ্লোরে থাকছি। কিছুটা কষ্ট হলেও দায়িত্ব পালন করতে হবে। নির্বাচন শেষে আবার টাঙ্গাইল ফিরে যাবো।  

২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, জুন ২৫, ২০১৮ 
আরএস/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।