ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৩০

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে বাড়ির জায়গা দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

রোববার (২৪ জুন) দুপুরে উপজেলার বাঘাসুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের চাঁন মিয়ার ছেলে তাউস মিয়ার সঙ্গে একই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে ছন্দু মিয়ার দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে দুপুরে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

সংঘর্ষে আহতদের মধ্যে পারভিন আক্তার, সন্দু মিয়া, আজমান মিয়া, জোৎস্না আক্তার, আনোয়ার আলী, হেনা বেগম, আব্দুল কাদির, ঝর্ণা আক্তার, নিজাম উদ্দিন, কালা মিয়া, মতলিব মিয়া, শিউলী আক্তার, রহমত আলী, আলমগীর মিয়া, নছিবুর রহমান, রাজন মিয়া, ফুল বানু, রহিম মিয়াসহ ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এছাড়াও আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।  

এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।