ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়পুরে ৭ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
রায়পুরে ৭ লাখ টাকার কারেন্ট জাল ধ্বংস জাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে কোস্টগার্ড। এসব অবৈধ জালের বাজার মূল্য প্রায় সাত লাখ টাকা।

রোববার (২৪ জুন) দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মোল্লার হাটের তিনটি দোকানের গুদাম থেকে জালগুলো জব্দ করা হয়। পরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন- রায়পুর উপজেলা পরিষদের চেয়ারম্যন আলতাফ হোসেন হাওলাদার ও দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজী প্রমুখ।

লক্ষ্মীপুর কোস্টগার্ডের কমান্ডার হাবিবুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি গুদাম থেকে পাঁচ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এসআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।