ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নবীনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
নবীনগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে গোলাম মোর্শেদ (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও দু’জন। 

রোববার (২৪ জুন) দুপুরের দিকে উপজেলার নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের ভোলাচং গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোর্শেদ ওই গ্রামের আওয়াল সিকদারের ছেলে।

সে ভোলাচং উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম সিকদার বাংলানিউজকে জানান, দুপুরের দিকে ওই সড়কের ভোলাচং গ্রামে অটোরিকশা ও নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক স্কুলছাত্র মোর্শেদকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় আহত দু’জন ওই কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।