ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

শার্শায় সন্ত্রাস-মাদকবিরোধী সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
শার্শায় সন্ত্রাস-মাদকবিরোধী সমাবেশ সমাবেশ। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): 'চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এ স্লোগান নিয়ে যশোরের শার্শায় মাদক ও সন্ত্রাসবিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

রোববার (২৪ জুন) দুপুর ২টার দিকে উপজেলা অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অ্যাডিশন্যাল এ আইজিপি মুক্তিযোদ্ধা সেক্টর ফোরামের নির্বাহী সদস্য আব্দুল মাবুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার (এসপি) আনিছুর রহমান ও বেনাপোল  পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

প্রধান অতিথি আব্দুল মাবুদ বলেছেন, দেশ ও জাতিকে সুরক্ষা করতে হলে আগে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে হবে। মাদক একটি সামাজিকব্যাধি। মাদক পরিবার সমাজ  ও রাষ্ট্রকে ধ্বংস করে। মাদক বাংলাদেশে একটি অন্যতম সামাজীক সমস্যা। মাদক  নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে পরিবার, একইসঙ্গে সমাজ ও রাষ্ট্রের ভূমিকা গুরুত্বপূর্ণ।

মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।