ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিমানবাহিনী প্রধান ও শান্তিরক্ষা মিশন প্রধানের বৈঠক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
বিমানবাহিনী প্রধান ও শান্তিরক্ষা মিশন প্রধানের বৈঠক শান্তিরক্ষা মিশনের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জোঁ পিয়েরে ল্যাক্রোয়ার বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: আইএসপিআর

ঢাকা: জাতিসংঘ সদর দফতরের শান্তিরক্ষা মিশন পরিচালনা বিভাগের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জোঁ পিয়েরে ল্যাক্রোয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

রোববার (২৪ জুন) বিমানবাহিনী সদর দফরে সাক্ষাতকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পরিচালনা বিভাগের প্রতিনিধি দলের এই সফর জাতিসংঘের সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।