ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়োগ জালিয়াতির দায়ে মাদ্রাসা সুপার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
নিয়োগ জালিয়াতির দায়ে মাদ্রাসা সুপার গ্রেফতার ছবি: প্রতীকী

লালমনিরহাট: নিয়োগ জালিয়াতি করার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা দাখিল মাদ্রাসার সুপার একেএম ফজলুল হককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ জুন) সকালে উপজেলার বাউরা বাজারে নিকাহ রেজিস্ট্রার অফিস (কাজী অফিস) থেকে তাকে গ্রেফতার করা হয়।  

ফজলুল হক বাউরা এলাকার জমগ্রামের বাসিন্দা ও বাউরা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রারের (কাজী) দায়িত্বে রয়েছেন।

তিনি বাউরা দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, একেএম ফজলুল হক বাউরা দাখিল মাদ্রাসার সভাপতি আবু তালেবের স্বাক্ষর জাল করে হাবিবুর রহমান নামে এক ব্যক্তিকে মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ দেন। বিষয়টি জানতে পেরে শনিবার (২৩ জনু) বিকেলে মাদ্রাসার সভাপতি আবু তালেব পাটগ্রাম থানায় ফজলুলের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে মামলা দায়ের করেন। পরে নিয়োগ জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফজলুল হককে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।