ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সোনারগাঁওয়ে নৈশপ্রহরীকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
সোনারগাঁওয়ে নৈশপ্রহরীকে হত্যা নিহত নৈশপ্রহরী নুরুল ইসলাম শিকদার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নুরুল ইসলাম শিকদার (৬৫) নামে এক নৈশপ্রহরীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৪ জুন) সোনারগাঁওয়ের সাদীপুর ইউনিয়নের বাইশটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম একই গ্রামের দুলু হাজীর ছেলে।

জানা যায়, শনিবার (২৩ জুন) রাতে বাইশটেকে একটি মুরগীর খামারের নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন নুরুল ইসলাম। তাকে হত্যার পর পাশের শালবনে ফেলে রেখে যায় হত্যাকারীরা। সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয়।

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) জসীম উদ্দিন বাংলানিউজকে বলেন, কে বা কারা তাকে হত্যা করে ফেলে গেছে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নুরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জুন ২৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।