ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কালকিনিতে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
কালকিনিতে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত মো. সোনা মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৩জুন) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। মো. সোনা মিয়াকে গুরুতর আহতাবস্থায় শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এর আগে শুক্রবার সকাল দশটা থেকে তিন ঘণ্টাব্যাপী দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সোনা মিয়া কালকিনির সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের হাসু ফকিরের ছেলে।

জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনিতে শুক্রবার দু’পক্ষের রক্তক্ষয়ী  সংঘর্ষ হয়। এসময় সোনামিয়া গুরুতর আহত হয়। আহত অবস্থায় প্রথমে তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কপপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

মাদারীপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বাংলানিউজকে বলেন, এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।