ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
আশুলিয়ায় যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ১৫ সড়ক দুর্ঘটনা

আশুলিয়া(ঢাকা): বাইপাইল-আবদুল্লাপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার(২৩ জুন) রাত সাড়ে ৮ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালায়।

উত্তরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, খাদে পড়ে থাকা বাসটি থেকে কয়েকজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তবে কোনো নিহতর খোঁজ পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ খান বাংলানিউজকে জানান, আবদুল্লাহপুর থেকে ছেড়ে আসা আশুলিয়া ক্লাসিক নামে যাত্রবাহী বাস আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে নিচে খাদে পড়ে যায়। এতে প্রায় ১৫ জন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।