ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় আড়াই কোটি টাকার মাদক-অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
নেত্রকোনায় আড়াই কোটি টাকার মাদক-অস্ত্র উদ্ধার

নেত্রকোনা: চলমান মাদকবিরোধী অভিযানে নেত্রকোনা মডেল থানায় ২৩ দিনে ২ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ জুন) বিকেলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বাংলানিউজকে বলেন, জুনের শুরু থেকে শনিবার (২৩ জুন) পর্যন্ত ২৩ ‍দিনের অভিযানে ২ কোটি ১৫ লাখ ১৫ হাজার টাকার হেরোইন (২ কেজি ১২১ গ্রাম), ১ লাখ ২৭ হাজার ৮০০ টাকার ইয়াবা (৪২৬ পিস), ৫২ হাজার টাকার গাঁজা (৫ কেজি ২০০ গ্রাম), ২৫ হাজার টাকার ফেনসিডিল (২৫ বোতল) ও ৬ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৪ লিটার দেশিয় মদ জব্দ করা হয়েছে।

মাদকের পাশাপাশি অন্যান্য আইনে থানায় মামলা হয়েছে ৯৬টি। এসব মামলায় ২০৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে এখন পর্যন্ত ৩টি পাইপগান, ১টি বিদেশি রিভলভার, ১০ রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড গুলি জব্দ করা হয়।

সারাদেশের ন্যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় নেত্রকোনা মডেল থানায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযান চলবে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad