ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফেনীতে বাসের ধাক্কায় ট্রলি চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
ফেনীতে বাসের ধাক্কায় ট্রলি চালক নিহত দুর্ঘটনা কবলিত বাস, ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীতে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় আরিফুল ইসলাম (২৭) নামে এক ট্রলি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আহত হয়েছেন আরও দুইজন।

আহতরা হলেন- আবুল কাশেম ও জহির উদ্দিন।

আরিফ ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের কাতালালিয়া গ্রামের বাসিন্দা।

আহত দু’জনও একই এলাকার বাসিন্দা।  

শনিবার (২৩ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে মহাসড়কের রং সাইড দিয়ে ট্রলি চালিয়ে যাচ্ছিল আরিফুল ইসলাম। এসময় বিপরীত দিক দিয়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাস ট্রলিটিকে ধাক্কা দিলে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালক আরিফের ‍মৃত্যু হয়। গুরুতর আহত হন আবুল কাশেম ও জহির উদ্দিন।

ফেনী মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (এসআই) আবদুল আওয়াল বাংলানিউজকে জানান, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। মরদেহটি ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত দু'জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।