ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

জ্বিনের বাড়ি থেকে তিন মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
জ্বিনের বাড়ি থেকে তিন মাদক বিক্রেতা আটক

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কথিত জ্বিনের বাদশা বজলুর রহমানের বাড়ি থেকে তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৩ জুন) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুর্চি আদর্শ গ্রামের কথিত জ্বিনের বাদশার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক বিক্রেতারা হলেন- বাবুর্চি আদর্শ গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে মো. সেলিম প্রকাশ ছলিম (৫০), আনা মিয়ার ছেলে ইসমাঈল (৩৫) ও সিদ্দিক মিস্ত্রির ছেলে নাছির (৩৫)।

এদের মধ্যে আটক ছলিমের বিরুদ্ধে পাঁচটি ও বাকি দু’জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক ছলিম বজলুর রহমানের ভাই বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাড়িতে অভিযান চালিয়ে বিপুল মাদকসহ তিনজনকে আটক করে নিয়ে গেছে পুলিশ।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বাংলানিউজকে জানান, তিনজনকে আটক হয়েছে। তবে মাদক পাইনি। এ বিষয়ে পড়ে কথা বলবো।

এর আগে ২০১৭ সালে ওই বাড়ি থেকে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছিলো পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।