ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এখনও রাজধানীমুখী মানুষের ঢল কাঁঠালবাড়ী-শিমুলিয়ায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এখনও রাজধানীমুখী মানুষের ঢল কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় রাজধানীমুখী মানুষের ঢল কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে

মাদারীপুর: ঈদের ছুটি শেষ হওয়ার ষষ্ঠ দিনেও ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে শিবচরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে। 

শনিবার (২৩ জুন) সকাল থেকেই এ নৌরুটে যাত্রীদের চাপ লক্ষ্য করা যায়।

কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষ হওয়ার পর থেকেই ঢাকায় ফিরতে শুরু করছে দক্ষিণাঞ্চলের যাত্রীরা।

তবে ২১ ও ২২ জুন এ নৌরুটে ছিল রাজধানী ফেরত মানুষের ঢল। তবে সেই তুলনায় শনিবার যাত্রীদের চাপ একটু কম। এদিকে লঞ্চে অতিরিক্ত যাত্রী ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর মো. আক্তার হোসেন বাংলানিউজকে জানান, শনিবার সকাল থেকেই যাত্রীদের ভিড় রয়েছে ঘাটে। দুর্ঘটনা এড়াতে বেশ সতর্কতার সঙ্গে লঞ্চে উঠানো হচ্ছে যাত্রীদের। বর্তমানে এ নৌরুটে ৮৭টি লঞ্চ চলাচল করছে।

এদিকে ঘাট এলাকায় যাত্রী সেবায় রয়েছে ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ, ফায়ার সার্ভিসের টিম।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ