ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরকারের উন্নয়নমূলক কাজ দৃশ্যমান করতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
সরকারের উন্নয়নমূলক কাজ দৃশ্যমান করতে হবে ‘আন্তর্জাতিক পাবলিক সার্বিস দিবস’ উপলক্ষে আলোচনা সভা

চাঁদপুর: চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান বলেছেন, সরকারের উন্নয়নমূলক কাজকে আমাদের দৃশ্যমান করতে হবে। কারণ বর্তমান সরকার অনেক উন্নয়নমূলক কাজ করেছে। ২০১৬ সালে প্রত্যেক উপজেলার জন্য ৫০ লাখ টাকা করে দিয়েছেন। এখন আরও বাড়ানো হবে। 

শনিবার (২৩ জুন) সকাল ১১টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি পেভিলিয়নে ‘আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সরকার কাজের জন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা করছে।

তাই আমাদের কাজের জন্য শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা দরকার।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার নাজনীন সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।

এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ