ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় ইসমাইল হোসেন (৬০) নামে আহত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 

শনিবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার সময় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কাজীপুর গ্রামের স্কুল শিক্ষক অাব্দুল হাদী পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১৫ জুন বিকেলে চামড়া কেনার জন্য বাইসাইকেলে করে কাজীপুর থেকে পার্শ্ববর্তী ধর্মদহ গ্রামে যাচ্ছিলেন ইসমাইল। ধর্মদহ ব্রিজের উপর পৌঁছানো মাত্র সামনের দিক থেকে অাসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মাথায় গুরুতর অাঘাত পান তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যান। সেখানে ৯ দিন চিকিৎসার পর শনিবার দুপুরে তার মৃত্যু হয়।  

বিকেল ৪টায় পারিবারিকভাবে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জুন ২৩, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad