ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রায়গঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাক চালক-হেলপার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২১ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
রায়গঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাক চালক-হেলপার নিহত দুর্ঘটনা কবলিত ট্রাক থেকে মরদেহ বের করা হচ্ছে

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন বাসযাত্রী। 

শনিবার (২৩ জুন) সকালে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার ভুইয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার শ্যামনাই গ্রামের জসিম উদ্দিনের ছেলে ট্রাক চালক শরিফ ফকির (৩৫) ও একই গ্রামের ধুকু মিয়ার ছেলে হেলপার রফিকুল ইসলাম (৩০)।

 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর কাদির জিলানী জানান, বগুড়া থেকে ঢাকাগামী আর কে পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক ও হেলপারের মৃত্যু হয়।  

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, ২৩ জুন, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad