ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোপালগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
গোপালগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ দুর্ঘটনা কবলিত বাস

গোপালগঞ্জ: ‌গোপালগ‌ঞ্জ সদর উপ‌জেলার ঘোনাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপায় দুইজন নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।     

শ‌নিবার (২৩ জুন) সকাল সা‌ড়ে সাতটার দি‌কে গোপালগঞ্জ-টুঙ্গীপাড়া সড়কের ঘোনাপাড়ায় এ দুঘর্টনাটি ঘটে।

নিহতরা হলেন- বেসরকারি উন্নয়ন সংস্থা রিক এর গোপালগঞ্জ অফিসের মাঠকর্মী পিরোজপুর জেলার পুলক ব্যাপারী (২৮) ও ইমরান হোসেন (৩০)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নিরুল ইসলাম বাংলানিউজকে জানিয়েছেন, সকালে মোটরসাইকেলে করে কর্মস্থল গোপালগঞ্জ শহরের বেদগ্রাম আসছিলেন পুলক ও ইমরান।

পথে টু‌ঙ্গীপাড়া থে‌কে ছে‌ড়ে আসা গোপালগঞ্জগামী সাজিদ পরিবহনের (গোপালগঞ্জ-জ-০৫-০০৭) এক‌টি লোকাল বাস ঘোনাপাড়া মো‌ড়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে রাস্তার পা‌শে দাঁ‌ড়ি‌য়ে থাকা একটি বাস, রিকশাভ্যান ও  একটি থ্রি-হুইলার‌কে ধাক্কা দি‌য়ে ট্রা‌ফিক আইল্যান্ডে গি‌য়ে স‌জো‌রে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী এনজিও কর্মী পুলক ব্যাপারী ও ইমরান হোসেনের মৃত্যু হয়।  

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহত‌দের‌ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। এর মধ্যে গুরুতর আহত ১১ জনকে হাসপাতালে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।     

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, জুন ২৩, ২০১৮

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।