ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেড় ঘণ্টা পর রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
দেড় ঘণ্টা পর রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

গাইবান্ধা: রংপুর-ঢাকা মহাসড়কে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহতের ঘটনায় দুর্ঘটনা কবলিত যান উদ্ধারের জন্য প্রায় দেড় ঘণ্টা বন্ধের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে দুর্ঘটনার পর ঘটনাস্থলের দু'পাশে প্রায় কয়েক কিলোমিটার রাস্তায় যানজট সৃষ্টি হয়।

শনিবার (২৩ জুন) সকাল পৌনে সাতটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাইবান্ধা পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে জানান, দুর্ঘটনার পর রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।   পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত যান ও হতাহতদের উদ্ধার করলে যান চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে রংপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১১ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।