ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তারাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, জুন ২২, ২০১৮
তারাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় বালুবোঝাই ট্রাক ও বাস সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার (২২ জুন) দিনগত রাতে উপজেলার শলেয়াশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাকি বাংলানিউজকে জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বিআরটিসির দ্বিতল বাসের চাকা নষ্ট হলে শলেয়াশাহ বাজার এলাকায় দাঁড়িয়ে মেরামত কাজ করছিল।

এ সময় পেছন থেকে দশ চাকার একটি বালু বোঝাই ট্রাক তাতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৬ জন নিহত হন। প্রাথমিকভাবে নিহত দু'জনের পরিচয় পাওয়া গেছে- নিশার (৪৫) ও সাজ্জাদ হোসেন (৩৭)। নিহতরা দিনাজপুর শহরের ছয় মোড় এলাকার বাসিন্দা। বাকীদের পরিচয় জানা যায়নি।  পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ শুরু করছে।

এদিকে ফায়ার সার্ভিসের রংপুর ইউনিটের সহকারী পরিচালক ইউনুস আলী বাংলানিউজকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে ও নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad