ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পটুয়াখালীতে ২ লঞ্চকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, জুন ২২, ২০১৮
পটুয়াখালীতে ২ লঞ্চকে জরিমানা

পটুয়াখালী: অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে পটুয়াখালীতে দুটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে কাজল-৭ লঞ্চকে ২২ হাজার ৫০০ টাকা ও কুয়াকাটা-১ লঞ্চকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২২ জুন) বিকেলে পটুয়াখালী নদী বন্দরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করেন।

পটুয়াখালী নদী বন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার পটুয়াখালী থেকে ৮টি লঞ্চ ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

ঈদ শেষে কর্মস্থলে ফিরতি মানুষের চাপ থাকায় প্রতিটি লঞ্চই যাত্রী নিয়ে তার নির্ধারিত সময়ের কয়েকঘণ্টা আগে নদী বন্দর এলাকা ত্যাগ করে। এদিকে, রাজধানীমুখী যাত্রীদের যাত্রা নিরাপদ করতে বন্দর এলাকায় প্রশাসনের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।

পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
এমএস/এমআইএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।