ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ 

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, জুন ২২, ২০১৮
বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ১ 

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নাল্টু মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (২২ জুন) রাতে উপজেলার পৌর এলাকার মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মন্ডলপাড়া মহল্লার লতিব মন্ডলের ছেলে তারাজুল (৫০), তারাজুলের স্ত্রী রায়হানা (৪০) ও আকমল হোসেনের কন্যা সেভেনা (১৮)।

নাল্টু বদরগঞ্জ উপজেলার পৌর এলাকার মন্ডলপাড়ার হাফেজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বদরগঞ্জ উপজেলায় রাতে পল্লী বিদ্যুতের মেইন লাইনের (১১ হাজার ভোল্ট) তার ছিড়ে রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জানতে তারা বাড়ির বিদ্যুতের মেইন সুইস বন্ধ করতে যান। এ সময় শর্টসার্কিট হয়ে নাল্টুসহ গুরুতর আহত হন চারজন। পরে এলাকাবাসী তাদের দ্রুত উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাল্টুকে মৃত ঘোষণা করেন।

আহত তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ২৩, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।