ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাল্যবিয়ের আয়োজন: কনের মাকে জরিমানা, মোয়াজ্জিন বরখাস্ত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ২২, ২০১৮
বাল্যবিয়ের আয়োজন: কনের মাকে জরিমানা, মোয়াজ্জিন বরখাস্ত

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের মা ও মসজিদের মোয়াজ্জিনকে জরিমানা করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির। 

এছাড়াও পাথরাঘাটা উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জিনকে চাকরি থেকে বরখাস্ত করারও নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার (২২জুন) রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ আদেশ দেওয়া হয়।

ইউএনও মো. হুমায়ুন কবির জানান, উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের আশ্রাফ আলীর মেয়ে কারিমার (১৬) সঙ্গে বরগুনা নলটোনা ইউনিয়নের গাজী মাহমুদ গ্রামের সোনা মিয়ার ছেলে মো. সিদ্দিকের (১৯) বিয়ের আয়োজন করা হয়।  

পাথরঘাটা উপজেলা পরিষদ সংলগ্ন সদর পাথরঘাটা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. নাসির উদ্দিনের বাসায় এ বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে প্রশাসনের লোকজন বিয়ে বাড়িতে গেলে বর পালিয়ে যায়। এসময় কনের মা কহিনুর বেগমকে ২শ’ টাকা এবং মসজিদের মোয়াজ্জিন মো. জাকির হোসেনকে ২শ’ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মসজিদের মোয়াজ্জিন আইন বহির্ভূত কাজে সম্পৃক্ত হওয়ায় চাকরি থেকে তাকে বরখাস্ত করা হয়।  

ইউএনও আরও জানান, সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনকে খোঁজা হচ্ছে, তাকে পাওয়া মাত্রই আইনি ব্যবস্থা নেয়া হবে।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুন ২২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।