ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে লঞ্চ উঠতে গিয়ে দুই যাত্রী নদীতে!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুন ২২, ২০১৮
বরিশালে লঞ্চ উঠতে গিয়ে দুই যাত্রী নদীতে! দুই যাত্রী নদীতে

বরিশাল: বরিশাল নদী বন্দরে নোঙর করা একটি লঞ্চে উঠতে গিয়ে দুই যাত্রী নদীতে পড়ে গেছেন। তবে সাঙ্গে সঙ্গে দায়িত্বরত ফায়ার সার্ভিস ও আনসারের সদস্যরা ওই যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয়।

এদের মধ্যে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার কৈখালি এলাকার জুনায়েদ (১৮) ও একই এলাকার বাসিন্দা মুজাহের (২৫)।

শুক্রবার (২২ জুন) সন্ধ্যায় নোঙর করা পারাবাত-১২ লঞ্চে উঠতে গিয়ে এ ঘটনা ঘটে।

বরিশাল সদর উপজেলা আনসার কোম্পানি কমান্ডার সঞ্জিব সিংহ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় পারাবাত-১২ লঞ্চে উঠতে গিয়ে সিঁড়ি থেকে কীর্তণখোলা নদীতে পড়ে যায় জুনায়েদ। এসময় তার পরিবারের সদস্যরা বিষয়টি জানালে তাৎক্ষণিকভাবে তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়।  

এছাড়া একইভাবে মুজাহের নদীতে পড়ে গেলে তাকেও তাৎক্ষণিক জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ ফায়ার স্টেশনের লিডার হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুন ২২, ২০১৮
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ