ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিশুদের ওদের মতো করে আঁকতে ও শিখতে দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুন ২২, ২০১৮
শিশুদের ওদের মতো করে আঁকতে ও শিখতে দিন বক্তব্য রাখছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, ছবি আঁকার কাজে শিশুদের নৈপুণ্য থাকতে হবে এমন কথা নেই। ওরা ওদের মতো করে আঁকুক, লিখুক, ওরা মতো করে ওরা ভাবতে শিখুক এটাই আমরা চাই।

শুক্রবার (২২ জুন) বিকেলে জেলা শহরের নিজস্ব বাসভবনে ভিশন ২০২১ এর আয়োজনে ”রাঙাও তোমার শহর” ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে আমরা প্রতিষ্ঠানের মাধ্যমে শিশুদের যার যা ইচ্ছা গান, নাচ, ছবি আকাঁ সেইভাবে অগ্রসর হবো।

 

তিনি বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়, এখানে আমরা কোনো দলের কথা বলি না। অবশ্যই বাংলাদেশের কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, আমরা আমাদের শহীদদের কথা বলি, জাতির পিতার কথা বলি, আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, আমরা অসম্প্রদায়িক চেতনার কথা বলি, আমরা বাঙালিত্বের কথা বলি এবং বলবো। এই বিশ্বাস থেকে আমরা কার্যক্রম পরিচালনা করি এবং করবো।

ভিশন ২০২১ এর প্রধান সমন্বয়ক ওয়াদুদ রহমান বলেন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের পৃষ্ঠপোষকতায় চলতি বছরের ৬ মার্চ নীলফামারী শহরের বিভিন্ন দেয়ালে ছবি আঁকার মাধ্যমে “রাঙ্গাও তোমার শহর” কার্যক্রম শুরু করে ভিশন ২০২১ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।  
ওই কার্যক্রমের মাধ্যমে শহরের প্রধান প্রধান সড়কের পাশের দেয়ালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে ছবি আঁকার কার্যক্রম চলমান আছে।  

তিনি বলেন, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮ জন কিশোর কিশোরী প্রতি শুক্রবার এ কার্যক্রমে অংশ নিচ্ছে। ওই কার্যক্রমকে আরও গতিশীল করতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রশীদ মঞ্জু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মাসুদ আলাল, জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র নাথ বর্ধন, ভিশন ২০২১ এর প্রধান সমন্বয়ক মো. ওয়াদুদ রহমান, সংগঠক রাশেল আমিন, তপন রায় বর্ষন,আল-মামুন করিম, ধীমান রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, জুন ২২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।