ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দৌলতপুর সীমান্ত থেকে অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুন ২২, ২০১৮
দৌলতপুর সীমান্ত থেকে অস্ত্র উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে একটি মাসকাট একনলা বন্দুক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (২২ জুন) দুপুরে জামালপুর ক্যাম্পের অন্তর্গত সীমান্তের ১৫৩ মেইন পিলারের কাছ থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।  

বিজিবি’র জামালপুর ক্যাম্পের নায়েক জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্তের ১৫৩ নম্বর মেইন পিলারের কাছে মাথাভাঙ্গা নদীর পাড় এলাকার সুজন (২৫) নামে চিহ্নিত পলাতক আসামিকে ধাওয়া করে বিজিবি।

এ সময় একটি একনলা বন্দুক ফেলে নদীর ওপারে ভারতে পালিয়ে যায় সুজন।  

উদ্ধারকৃত বন্দুকটি বিজিবি দৌলতপুর থানায় জমা দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জুন ২২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।