ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কর্মচারী নিয়োগ পরীক্ষায় নকল করায় একজনের দণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, জুন ২২, ২০১৮
কর্মচারী নিয়োগ পরীক্ষায় নকল করায় একজনের দণ্ড প্রাইমারি স্কুলের কর্মচারী নিয়োগ পরীক্ষায় নকল করায় একজনের দণ্ড। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনার সোনাডাঙ্গা থানার প্রিন্স আগাখান মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রাইমারি স্কুলের কর্মচারী নিয়োগ পরীক্ষায় নকল করার অভিযোগে আ. সেলিম (৩১) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ জুন) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিনের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত সেলিম মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামের মো. রাশেদের ছেলে।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জিত বাংলানিউজকে জানান, প্রাইমারি স্কুলে কম্পিউটার কাম অপারেটর পদে নিয়োগ পরীক্ষা চলছিল। সকাল ১১টার দিকে পরীক্ষা কেন্দ্রে একজন পরীক্ষার্থী ফেসবুকের মাধ্যমে প্রশ্নের উত্তর নেওয়ার অপরাধে আটক হন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত হাজির করা হয়। এসময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
 
বাংলাদেশের সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ২২, ২০১৮
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।