ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস প্রতিরোধে ‘অ্যাকশন প্ল্যান’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুন ২২, ২০১৮
রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাস প্রতিরোধে ‘অ্যাকশন প্ল্যান’ আদামা দিয়েং

ঢাকা: জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা আদামা দিয়েং বলেছেন, কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে নিরাপত্তা পরিষদ। এই লক্ষ্যে নিরাপত্তা পরিষদ থেকে একটি ‘অ্যাকশন প্ল্যান’ তৈরি করা হচ্ছে। এই প্ল্যান অনুযায়ী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা সম্ভব হবে।

শুক্রবার (২২ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

‘বাংলাদেশে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সম্প্রদায়ের অনুসরণ: ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালার আয়োজন করে বেসরকারি সংস্থা সেভ অ্যান্ড সার্ভ ও বাংলাদেশের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘ মহাসচিবের গণহত্যা প্রতিরোধ বিষয়ক বিশেষ উপদেষ্টা আদামা দিয়েং।  

আদামা দিয়েং তার বক্তব্যে  স্থানীয় ও জাতীয় পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে তৃণমূল পর্যায় থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার পরামর্শও দেন।  

অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো বলেন, সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভিন্ন খাতে পরিচালনার চেষ্টা চালাচ্ছে একটি বিশেষ গোষ্ঠী।  যা জাতীয় পর্যায়ে নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি করছে।  

অনুষ্ঠানে জাতিসংঘ, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ২২ জুন, ২০১৮
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।