[x]
[x]
ঢাকা, শনিবার, ৬ শ্রাবণ ১৪২৫, ২১ জুলাই ২০১৮

bangla news

ঝিনাইদহে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৬-২২ ১:৫৬:২১ পিএম
ম্যাপ

ম্যাপ

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা বাজারে কাভার্ড ভ্যানের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার (২২ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদের বাড়ি শৈলকুপা উপজেলার রতনপুর গ্রামে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকালে মদনডাঙ্গা বাজারে সাইকেলে রাস্তা পার হচ্ছিলেন আব্দুল মজিদ। এসময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি কাভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান ফেলে চালক পালিয়ে গেছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, জুন ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa