ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ছেলে-মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৫ ঘণ্টা, জুন ২২, ২০১৮
ছেলে-মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা নিহত বাবা ও তার দুই সন্তান

নরসিংদী: টাকা-পয়সা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন এক বাবা।

শুক্রবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে জেলার রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের কবরস্থানের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- বাবা কাজল মিয়া (৪৫) মেয়ে শারমিন আক্তার কাকলি ও ছেলে আব্দুলাহ।

কাজল মিয়ার স্ত্রী ফহিমা খামন বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৩৫ হাজার টাকা নিয়ে তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে কাজল মিয়ে তার দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। রাতে তারা আর বাড়ি ফেরননি। সকালে স্থানীয় এক ব্যক্তি ওই কবরস্থানের পাশে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ও তার নিচে দুই সন্তানকে পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল বাংলানিউজকে জানান, মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ০৯৩৩ ঘণ্টা, জুন ২২, ২০১৮ আপডেট: ১১১০ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।