ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, হুমকির মুখে খোয়াই বাঁধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, জুন ২২, ২০১৮
প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা, হুমকির মুখে খোয়াই বাঁধ খোয়াই নদীর মাছুলিয়া এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ, ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় দু’এক দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে যেতে পারে। সেই সঙ্গে বিজলী চমকানোসহ বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে আবহাওয়ার পূর্বাবাস অনুযায়ী বৃষ্টিপাত হলে হুমকিতে মুখে পড়বে হবিগঞ্জ শহরের পাশ দিয়ে প্রবাহিত খোয়াই নদীর মাছুলিয়া এলাকার ক্ষতিগ্রস্ত বাঁধ।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ বিভাগীয় প্রকৌশলী এমএল সৈকত বাংলানিউজকে জানান, খোয়াই নদীর মাছুলিয়া বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা সংস্কার কাজ দুয়েকদিনের মধ্যে শুরু হবে।

ইতোমধ্যে এ কাজের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ এসেছে। কিন্তু টানা বর্ষণে পানি বেড়ে গেলে বাঁধ রক্ষা করা কঠিন হয়ে পড়বে বলেও জানান প্রকৌশলী এমএল সৈকত।

বাংলাদেশ সময়: ০৬১০ ঘণ্টা, জুন ২২, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।