ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, জুন ২১, ২০১৮
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

সিলেট: বিদ্যুতের সঙ্গে জড়িয়ে কেটেছে জীবনের ৩০টি বসন্ত। আর কিছুদিন পরই অবসরে যেতেন। কিন্তু তার আগে সেই বিদ্যুৎ কেড়ে নিলো আব্দুল জব্বারের (৫৫) জীবন।

বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের অতিরবাড়ি নামক স্থানে বিদ্যুৎলাইন সংস্কার করতে খুঁটিতে উঠেন জব্বার। এসময় বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়। জব্বার সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগ-৩ এর আওতাধীন লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মী জহির মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এনইউ/বিএসকে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad