ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৩ পরিবহনের জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুন ২১, ২০১৮
অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৩ পরিবহনের জরিমানা অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিন পরিবহনকে জরিমানা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে তিনটি পরিবহনকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ জুন) দুপুরের দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা ভূমি কার্যালয়ের সামনে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ মুন্নি।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদের ৩/৪ আগে থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিলো ঢাকা-বান্দুরা সড়কের যাত্রীবাহী বাস।

এ অভিযোগের ভিত্তিতে এন মল্লিক পরিবহনকে ৩৫ হাজার, যমুনা পরিবহনকে ২০ হাজার ও দ্রুত পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

এ রুটের যাতায়াতকারী যাত্রীরা অভিযোগ করেন, বান্দুরা থেকে গুলিস্তানের নিয়মিত ভাড়া ৮০ টাকা। কিন্তু তারা অতিরিক্ত ২০ টাকা ভাড়া বেশি নিচ্ছেন। শুধু তাই নয়, নবাবগঞ্জ, বাগমারা, বক্সনগর ও পরের বাসস্ট্যান্ডগুলো থেকেও একই ভাড়া আদায় করছিলো পরিবহনগুলো।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।