ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ২১, ২০১৮
নলডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার বারনই নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রিমি খাতুন (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার হলুদঘর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রিমি মানিকগঞ্জ জেলার সদরের বাসিন্দা রমজান আলীর মেয়ে।

সে হলুদঘর গ্রামে তার খালু আবুল হোসেনের বাড়িতে থাকতো।
 
নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. বাহার উদ্দিন প্রামানিক বাংলানিউজকে জানান, দুপুরে দিকে হলুদঘর মোল্লাপাড়া এলাকার ছোট-বড় মিলে কয়েকজন শিশু বারনই নদীতে গোসল করতে নামে। এ সময় ওই শিশুটিও তাদের সঙ্গে পানিতে নেমে পড়ে। কিন্তু তাদের অগোচরে শিশুটি পানিতে তলিয়ে গিয়ে মারা যায়। পরে টের পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।