ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জুন ২১, ২০১৮
চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

যশোর: যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনজিৎ দাস (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পুড়াপাড়া বাজার বাসস্ট্যান্ডে নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। রনজিৎ ঝিনাইদহের মহেশপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে পুড়াপাড়া বাজার বাসস্ট্যান্ডে রোকেয়া ফার্মেসির নির্মাণাধীন দ্বিতীয় তলায় কাজ করছিলেন রনজিৎ। এসময় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক সহকর্মীরা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুরাইয়া পারভীন বাংলানিউজকে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, জুন ২১, ২০১৮
ইউজি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।