ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জেলের জালে ৪ মণ ওজনের ডলফিন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, জুন ২১, ২০১৮
জেলের জালে ৪ মণ ওজনের ডলফিন  জেলের জালে ধরা পড়া ডলফিনটি। ছবি: বাংলানিউজ 

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে ধরলা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে প্রায় চার মণ ওজনের ডলফিন।

বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে ইউনিয়নের ভারতীয় সীমান্ত গ্রুপ মণ্ডল এলাকায় ধরলা নদীতে ডলফিনটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, দুপুরে ভারতীয় সীমান্ত ঘেঁষা গ্রুপ মণ্ডল এলাকায় ধরলা নদীতে মাছ ধরতে জাল ফেলে স্থানীয় জেলারা।

বিকেলের দিকে তাদের জালে আটকা পড়ে বিশাল আকারের এ ডলফিন। খবর পেয়ে স্থানীয় উৎসুক জনতা ডলফিনটি দেখতে ভিড় জমায়।

স্থানীয় লোকজন কিনতে চাইলেও জেলেরা ডলফিনটি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বালারহাটে নিয়ে যান বিক্রি করতে।  

মাছটি দেখে লালমনিরহাট জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাব্বির বিথী ফয়সাল বাংলানিউজকে জানান, প্রায় চার মণ ওজনের এ ডলফিনটি দেখতে আসা স্থানীয়রা সবাই মিলে ক্রয় করতে চেয়েছিলেন। কিন্তু জেলারা বালারহাটে তাদের নিজেস্ব ক্রেতা রয়েছে বলে বিক্রি করেন নি। দর দামও করা হয়নি। তবে ডলফিনটি ভারতে পাচার হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad