ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাংলাদেশ সফরে আসছেন আইসিআরসি প্রেসিডেন্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জুন ২১, ২০১৮
বাংলাদেশ সফরে আসছেন আইসিআরসি প্রেসিডেন্ট আইসিআরসি প্রেসিডেন্ট পিটার মাউরা (ফাইল ছবি)

ঢাকা: আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রেসিডেন্ট পিটার মাউরা কক্সবাজারে আইসিআরসি’র কার্যক্রম দেখতে বাংলাদেশ সফরে আসছেন। তিনি আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

বৃহস্পতিবার (২১ জুন) আইসিআরসির বাংলাদেশ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এর আগে আগামী ২৫ জুন তিনি মিয়ানমার সফরে যাবেন।

সেখানে রাখাইন রাজ্যে আইসিআরসি’র কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।  

এ সফরের সময় তিনি রাখাইন সংকটের কারণে দু’দেশের ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সঙ্গে দেখা করবেন। দু’দেশেই তিনি শীর্ষস্থানীয় ও গুরুত্বপূর্ণ সরকারি প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।  

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আইসিআরসি’র প্রেসিডেন্ট মিয়ানমারে স্টেট কাউন্সিলর অং সান সুচি ও প্রেসিডেন্ট উ উইন মিন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বাংলাদেশ সফরে এসে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সরকারি প্রতিনিধিদের সঙ্গে তিনি দেখা করবেন।  

২০১৭ সালের আগস্টের সহিংসতার পর প্রায় ৭ লাখের মতো মানুষ মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং রাখাইন থেকে অনেকে বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, স্বাস্থ্য-সেবা, শিক্ষা এবং জীবনধারণের অন্য প্রয়োজনীয় অনুষঙ্গের সংস্থান করা সবার জন্যই কঠিন হয়ে পড়েছে।  

পিটার মাউরা বলেছেন, মানবিক সাহায্য সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর দুর্দশা কমাতে কঠিন পরিস্থিতিতেও যথাসাধ্য চেষ্টা করছে, বিশেষ করে এই বর্ষার মৌসুমে। কিন্তু দশ মাস পরেও, অনেক কথা এবং সব ধরনের প্রচেষ্টার পরও এখনও অগণিত মানুষ দুর্বিষহ কষ্টে আছে।  

তিনি আরও বলেন, জরুরি সেবা ও সহায়তা কার্যক্রম চলতে থাকবে। পাশাপাশি মানবিক সহায়তা কর্মী, উন্নয়ন কর্মী এবং কর্তৃপক্ষসহ সব পক্ষের তরফ থেকে এ সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে জরুরি অগ্রগতি থাকতে হবে।

মানবিক সংকটের শুরু থেকেই আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজারে অবস্থানরত মিয়ানমার থেকে আসা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য সহায়তা, মোবাইল ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা, পারিবারিক যোগাযোগ পুনঃস্থাপন, সুপেয় পানি ও স্যানিটেশন সুবিধাসহ নানা ধরনের সহায়তা দিচ্ছে। পাশাপাশি এ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত স্থানীয় মানুষের জন্যও কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ২১ জুন, ২০১৮
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।