ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধ‍ানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে আহত ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
রাজধ‍ানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে আহত ৬ বাস-অটোরিকশা সংঘর্ষ। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর উত্তরায় সিএনজিচালিত অটোরিকশাকে দূরপাল্লার একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে চালকসহ ছয়জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুন) বিকেলে উত্তরার জসীম উদ্দিন মোড় সিগনালে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বাংলানিউজকে জানান, সিগনালে দায়িত্বরত সার্জেন্ট যান চলাচল নিয়ন্ত্রণ করছিলেন।

এসময় গাজীপুরগামী যানবাহনগুলো থামার নির্দেশ দিলে সিগনালের কাছে অটোরিকশাটি থামে। কিন্তু পেছন থেকে ময়মনসিংহগামী ইসলাম পরিবহনের একটি বাস না থেমে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক ও পাঁচ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, বাসটি পুলিশের হেফাজতে নেওয়া হলেও চালক পালিয়ে গেছেন। আহতদের অবস্থা বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, জুন ২১, ২০১৮
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।