ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নড়িয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুন ২১, ২০১৮
নড়িয়ায় দুই ভাইকে কুপিয়ে জখম জমি সংক্রান্ত বিরোধে হামলায় আহতদের চিকিৎসাধীন দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন দুই ভাইকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে উপজেলার গোলার বাজারে এ হামলার ঘটনা ঘটে।  

আহত দুই ভাই হলেন- নড়িয়া উপজেলার কাঠোকলি গ্রামের চাঁন শরীফ ঢালীর ছেলে নান্টু ঢালী (৩৭) ও ইউসুফ ঢালী (৩৩)।

তারা শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।  

আহত ইউসুফ ঢালী বাংলানিউজকে জানান, দীর্ঘদিন যাবত চাচা লাল শরীফ ঢালীর সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে চাচার বিরুদ্ধে থানায় ও কোর্টে একাধিক মামলাও রয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি ও তার ভাই নান্টু ঢালী গোলার বাজার খোকন ঢালীর দোকানে বসে ছিলেন। এমন সময় চাচতো ভাই রফিক ঢালী ও মাসুম ঢালী লোকজন নিয়ে তাদের দুই ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। পরে বাজারের লোকজন তাদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।  


নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমন পাইক নামে একজনকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।