ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাগুরায় ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুন ২১, ২০১৮
মাগুরায় ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলায় ৫৪ পিস ইয়াবাসহ ওমর আলী (২৩) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে অটক করেছে পুলিশ। এসময় জসিম উদ্দিন নামে তার এক সহযোগিকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুন) সকালে উপজেলার বিনোদপুর বাজার থেকে তাদের আটক করা হয়।  

কক্সবাজারে কর্মরত আটক বিজিবি সদস্য ওমর আলী ওই উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া গ্রামের হাফিজার মোল্যার ছেলে।

 

মাগুরা জেলা পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ রেজোয়ান বাংলানিউজকে জানান, ঈদের আগে ছুটিতে বাড়িতে আসে বিজিবি সদস্য (সিপাহী) ওমর আলী। একই এলাকার সহযোগি জসিম উদ্দিনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে বিনোদপুর বাজারে মাদক সেবিদের কাছে গোপনে ইয়াবা বিক্রি করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ অভিযান চালায়।  

অভিযানে বিজিবি সদস্য ওমর আলীর কাছ থেকে ৫০ পিস ও তার সহযোগি জসিমের কাছ থেকে আরও চার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ইয়াবা বিক্রির দায়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মহম্মদপুর খানায় মাদকদ্রব্য অইনে মামলা করে আটকদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, জুন ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।