ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিয়ামতপুরে বাবার লাঠির আঘাতে ছেলে খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, জুন ২১, ২০১৮
নিয়ামতপুরে বাবার লাঠির আঘাতে ছেলে খুন

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পারিবারিক ঝামেলার জের ধরে বাবা মতিউর রহমানের লাঠির আঘাতে ছেলে রাজু (২২) খুন হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জুন ) ভোরে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নাজমুল হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাবা মতিউর রহমান ঢাকায় রিকশা চালান। আর ছেলে রাজু রাজশাহীতে পড়াশোনা করেন। ঈদের মধ্য বাবা-ছেলে দু’জনেই বাড়িতে আসেন। গত সোমবার (১৮ জুন) বাবা-ছেলের মধ্য পারিবারিক ঝামেলা হয়। একপর্যায়ে বাবা ছেলেকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে রাজু গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন।  

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরের দিকে রাজু মারা যান। তবে এ বিষয়ে থানায় এখনো কনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুন ২১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।