ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেবীগঞ্জে বিষপানে মা ও শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, জুন ২১, ২০১৮
দেবীগঞ্জে বিষপানে মা ও শিশুর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড় জেলার দেবীগঞ্জে দুই সন্তানকে নিয়ে এক মা বিষ পান করেছেন।

বুধবার (২০ জুন) রাতে উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলেন, মমতা রানী (৩৫), তার মেয়ে সেতু রানী (৬) ও ছেলে রাতুল চন্দ্র রায় (১৮ মাস)।

এ ঘটনায় মমতা নারী ও রাতুল চন্দ্র রায়ের মৃত্যু হয়েছে। সেতু রানীকে আশঙ্কাজনক অবস্থায় ঠাঁকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, স্বামী জয়দেব রায়ের সঙ্গে তার স্ত্রী মমতা রানীর সকালে ও রাতে দু’দফায় ঝগড়া হয়। এতে অভিমান করে রাতেই মমতা রানী তার দুই শিশু সন্তানকে নিয়ে বিষপান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে মমতার মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় দুই সন্তানকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে দেড় বছরের ছেলে রাতুল মারা যায়। ছয় বছরের শিশু সেতু রানীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।