ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনা ডিসি অফিসে অগ্নিকাণ্ডে সার্ভার স্টেশন পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুন ২০, ২০১৮
বরগুনা ডিসি অফিসে অগ্নিকাণ্ডে সার্ভার স্টেশন পুড়ে ছাই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ শর্টসার্কিটে আগুন লেগে সার্ভার পুড়ে যাওয়ায় অফিসের সকল ইন্টারনেট কার্যত্রম বন্ধ হয়ে গেছে।

বুধবার (২০ জুন) রাত দশটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের দোতলায় সার্ভার স্টেশন রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

এ ঘটনায় বরগুনা পুলিশ সুপার বিজয় বসাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বরগুনা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের টিম লিডার মো. আবুল হোসেন বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্থ সার্ভার স্টেশন রুমের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান বাংলানিউজকে জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তাছাড়া টেকনিক্যাল সাপোর্টারসকে সকালে অফিসে আসার জন্য বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৩৭ ঘন্টা, ২১ জুন, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।