ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্যাংকখাতে লুটপাটকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জুন ২০, ২০১৮
ব্যাংকখাতে লুটপাটকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

জতীয় সংসদ ভবন থেকে: ব্যাংকিং খাতে যারা দুর্নীতি-লুটপাট করেছে তাদের বিরুদ্ধে শূন্য সহিঞ্চুতা (জিরো টলারেন্স) দেখানোর দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আখতার।

বুধবার (২০ জুন) রাতে জাতীয় সংসদ অধিবেশনে প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ দাবি জানান তিনি।

শিরিন আখতার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখিয়েছে।

যারা সস্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে।  

তিনি বলেন, এই সরকারের আমলে ব্যাংকিং খাতে সাফল্য আছে। কিন্তু কিছু মানুষ ব্যাংকিং খাতে দুর্নীতি ও লুটপাট করেছে। কিছু মানুষের এই দুর্নীতি ও লুটপাটের কারণে ব্যাংর্কি খাত ধ্বংস হতে পারে না। সরকার যেভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শূন্য সহিঞ্চুতা দেখিয়েছে। ঠিক একইভাবে ব্যাংকিং খাতে দুর্নীতি ও লুটপাটকারীদের বিরুদ্ধে শূন্য সহিঞ্চুতা দেখাতে হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এসকে/এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ